ভিজ্যুয়াল মিডিয়া আসে প্রথম। তারপর এর সঙ্গে মিশ্রণ হয় অডিওর। তৈরি হয়, অডিও-ভিজ্যুয়াল। চলমান ভিজ্যুয়াল যদি ধরি, তাহলে এর শুরু চলচ্চিত্র দিয়ে। এরপর থেকে সিনেমা ইন্ডাস্ট্রি, মিডিয়া, সিনেমা অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি এ রকম নানাভাবে এর শাখা-প্রশাখা ছড়িয়েছে। একই সঙ্গে টেকনোলজির উন্নতির সঙ্গে সঙ্গে এর নানারকম প্রকাশ ভঙ্গিরও পরিবর্তন হয়েছে। প্রভূত উন্নতি হয়েছে নন্দনতত্ত্বের। নানা ধরনের বিবর্তনের মধ্য দিয়ে, এ সময় পর্যন্ত প্রযুক্তির ভিন্নরকম সংস্কৃতি ও বিনোদনের পূর্ণাঙ্গ বিকাশ হচ্ছে ওটিটি বা ওভার দ্য টপ। প্রযুক্তিকে অবজ্ঞা করতে যাওয়াটা অনেক ক্ষেত্রে সময় এবং বাস্তবতাকে অবজ্ঞা করার মতোই।
এর মাধ্যমে সময় এবং বাস্তবতাকে অস্বীকার করা হয় যা মোটেও উচিত না। সুতরাং প্রযুক্তিকে আমাদের মেনে নিতেই হবে। সেটা নির্মাণের ক্ষেত্রে হোক, প্রদর্শনের ক্ষেত্রে হোক বা বিপণনের ক্ষেত্রে হোক। প্রযুক্তিকে গ্রহণ করেই, নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যেতে হয়।