কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি ব্যালন ডি'অর শিরোপা অনেকটা জিতেই ফেলেছেন বলে অনেকে ধারণা করছেন। যার অধিনায়কত্বে ৩৬ বছরের শিরোপার খরা কাটে আর্জেন্টিনার। তবে মেসির ব্যালন ডি'অর জয়ের ব্যাপারে এখনও নিশ্চিত নন পর্তুগিজ লিজেন্ড লুইস ফিগো। চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্সের কারণে তিনি মেসি থেকে এগিয়ে রাখছেন সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে।
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে এসে ফিগো জানালেন, 'আমি মেসিকে নির্বাচন করব না। কারণ, সে এখন আর চ্যাম্পিয়ন্স লিগে নেই। আমার মনে হয়, যারা ব্যালন ডি'অরে ভোট দেন, তাদের সিদ্ধান্তে এই প্রতিযোগিতার অনেক প্রভাব রয়েছে। এটা বাছাই করা সত্যিই কঠিন, এটা নির্ভর করবে বাকি মৌসুমের ওপর।'