You have reached your daily news limit

Please log in to continue


চিপস, কৃত্রিম পানীয়ের মতো অস্বাস্থ্যকর খাবার খায় ৫০% শিশু

ওরা যমজ ভাই। থাকে রংপুরে। বয়স প্রায় চার। ওদের বয়স যখন আরও কম ছিল, তখন থেকেই চিপস, চকলেট ও নানা ধরনের কৃত্রিম পানীয়ের প্রতি ঝোঁক তৈরি হয়। এখন অবস্থা এমন যে সকালবেলায় সাধারণ খাদ্যের বদলে অনেক সময় ওদের দিতে হয় এসব খাবার। শিশু দুটির মা বলছিলেন, তাঁর দুই সন্তানকে এসব খাবার থেকে কোনোভাবেই দূরে রাখতে পারছেন না।

শিশুর জন্মের পর মায়ের বুকের দুধ তার জন্য প্রধান খাদ্য। ছয় মাস বয়স হওয়ার পর শিশুকে বাড়িতে তৈরি সুষম, পুষ্টিকর খাওয়ার দেওয়ার কথা বলেন পুষ্টিবিদ ও শিশুবিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০২২–এ দেখা যাচ্ছে, ৬ থেকে ২৩ মাস বয়সী দেশের প্রায় ৫০ শতাংশ শিশু কোমল পানীয়, অতিরিক্ত লবণ ও চিনিসমৃদ্ধ প্রক্রিয়াজাত খাবার খাচ্ছে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন