আরব লীগে সিরিয়ার সদস্যপদ পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া। বাশার আল-আসাদের শাসনের সাথে আরব দেশগুলোর যেকোনো ধরণের সম্পর্কের তীব্র বিরোধিতা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে সিরিয়ার আরব লীগে ফিরে আসার এই পদক্ষেপ আরব দেশগুলির “বিশ্বমঞ্চে স্বাধীন নীতি” পরিচালনার অভিপ্রায় হিসাবে দেখা হচ্ছে।
আগামী ১৯ মে সৌদি আরব আয়োজিত আসন্ন আরব লীগের শীর্ষ সম্মেলনের কয়েকদিন আগেই ভোটে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।