দুর্ঘটনা হলে দায় নেবে কে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৮ মে ২০২৩, ০৭:৩৯

রাজধানী ঢাকায় ধারাবাহিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবন শুধু ঢাকা শহরেই নয়, দেশের অন্যান্য শহরেও আছে। শুধু তাই নয়, এমন ভবনে চলছে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এমনকি আদালতও। যেমন আমরা দেখছি খুলনার কয়রা উপজেলায়। ঝুঁকিপূর্ণ ভবনে সেখানে চলছে আদালতের কার্যক্রম। আরও অবাক করা বিষয় হচ্ছে ১০ বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখন যেকোনো সময় দুর্ঘটনা ঘটে গেলে এর দায় কে নেবে?


প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সহকারী জজ আদালত ভবনটি ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। এখন বিকল্প জায়গা না থাকায় ঝুঁকি নিয়ে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলছে। ভবনের দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে অনেক আগে।


প্রতিবছর তা মেরামতের নামে ঢেকে দেওয়া হলেও বেশি দিন টেকে না। মাঝেমধ্যে ছাদের পলেস্তারা খসে পড়ে দলিল ও কাগজপত্র নষ্ট হয়ে যায়। প্রতিটি কক্ষের ছাদ ও দরজা-জানালা বেহাল। হাজতখানার দরজা-জানালা ভাঙা, শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us