স্বাধীনতার পর দেশের সমুদ্রসীমায় ভারত ও মিয়ানমারের দখলদারিত্ব ছিল। সে সময়েই, অর্থাৎ ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সমুদ্রসীমা উদ্ধার করার জন্য আন্তর্জাতিক আদালতে গিয়েছিলেন। তার সে উদ্যোগের জন্যই আজ আমরা সমুদ্রসীমা অর্জনে সফল হয়েছি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রবিবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বঙ্গবন্ধু নৌ পরিষদ আয়োজিত ‘টেকসই মেরিটাইম অর্থনীতি নির্ভর স্মার্ট বাংলাদেশের রূপকল্প প্রণয়নে জাতির পিতা শেখ মুজিবের স্বপ্ন, অবদান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী মহাযজ্ঞ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।