বয়স হয়ে গিয়েছে, কিন্তু ফুরিয়ে যাননি। ৩৭ বছর বয়সেও লুকা মদ্রিচ প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে।
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডকে নেতৃত্ব দিচ্ছেন দারুণভাবে। চুক্তি নবায়ন করে আরও এক মৌসুম লস ব্লাঙ্কোসদের হয়ে খেলবেন তিনি। এমনটাই জানিয়েছেন ট্রান্সফার মার্কেট বিষয়ক অন্যতম বিশ্বস্ত সাংবাদিক ফাব্রিজিও রোমানো।
গতকাল ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ৯ বছর পর কোপা দেল রে’তে চ্যাম্পিয়ন হয় রিয়াল। ইনজুরিতে পড়ায় এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা ছিল মদ্রিচের। প্রথম একাদশে না থাকলেও ম্যাচের ৮২ মিনিটে মাঠে নামেন এই মিডফিল্ডার।
শিরোপা জয়ের পর মদ্রিচ বলেন, ‘অবশ্যই আমি রিয়ালে থাকতে চাই। রিয়াল মাদ্রিদই আমার পুরো জীবন। ’ ২০১২ সালে টটেনহাম থেকে যোগ দেওয়ার পর টানা ১০ টি মৌসুম কাটিয়েছেন মদ্রিচ। জিতেছেন একের পর এক শিরোপা।