এশিয়ান গেমসে পুরুষ দলকেও পাঠাতে চায় বাফুফে

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১৭:১৮

আগামী এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টে শুধু বাংলাদেশ নারী ফুটবল দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পারফরম্যান্সের বিচারে পুরুষ দলকে পাঠাতে আগ্রহ দেখায়নি তারা।


তবে নারী দলের পাশাপাশি পুরুষ দলকেও পাঠানোর ব্যাপারে আশাবাদী বাফুফে। এমনটাই জানিয়েছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল।


গতকাল বিওএ সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত বাফুফেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন নাবিল। তাই পুরুষ দলকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ জাতীয় দল কমিটির সভা শেষে নাবিল বলেন, ‘চীনের হাংজুতে এশিয়ান গেমসের লক্ষ্য নিয়েও আমরা কাজ করছি। আমরা বিওএর সঙ্গে আলোচনা করব যেন আমাদের পুরুষ দলও সেখানে যেতে পারে। ’ 


‘গতকাল বিওএ’র সভায় অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত আমরা আনুষ্ঠানিকভাবে পাইনি। গতকাল সন্ধ্যায় বিওএ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে ফুটবল লেখা রয়েছে। তাই আমরা আশা করছি সেখানে পুরুষ ফুটবলও থাকবে। ’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us