রাশিয়া বাখমুতে ফসফরাস বোমা ব্যবহার করছে, দাবি ইউক্রেনের

প্রথম আলো প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১৫:০৬

বাখমুত শহরে রাশিয়া ফসফরাস বোমা ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।


দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা গেছে বাখমুত জ্বলছে। দেখে ধারণা করা হচ্ছে, ওপর থেকে সাদা ফসফরাস ছোড়া হয়েছে।


সাদা ফসফরাস হলো মোমের মতো একটি পদার্থ, যা ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ে এবং অক্সিজেনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। এটি উজ্জ্বল সাদা ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে।


সাদা ফসফরাসসমৃদ্ধ অস্ত্র নিষিদ্ধ না হলেও বেসামরিক এলাকায় এর ব্যবহারকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের অস্ত্র দিয়ে হামলা করা হলে আগুন দ্রুত বেগে ছড়িয়ে পড়ে, যা নেভানো খুবই কঠিন।


গত কয়েক মাস ধরেই রুশ বাহিনী বাখমুত শহরের দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, বাখমুতে চলমান অভিযানে ইতিমধ্যে কয়েক হাজার রুশ সেনা মারা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us