শিশুদের পেটে ব্যথা হলেই আমরা মনে করি, কৃমি হয়েছে কিংবা ক্ষুধা লেগেছে। বাচ্চাদেরও যে এসিডিটি হতে পারে সেটা আমরা হয়তো চিন্তাও করি না। গ্যাস্ট্রিক, পেপটিক আলসার বা এসিডিটি– যে নামেই ডাকি না কেন, বাচ্চাদের মধ্যে এটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মনে করেন, এসিডিটি বা গ্যাস্ট্রিক বুঝি শুধু বড়দেরই হয়। আসলে কিন্তু তা নয়। বর্তমানে শিশুদেরও এসিডিটি বৃদ্ধি পাচ্ছে।
শিশুদের এসিডিটির প্রধান কারণ এইচ পাইলোরি নামক জীবাণু। কিন্তু বর্তমানে ফাস্টফুড খাওয়ার প্রবণতার ফলেও শিশুদের এসিডিটি বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া স্কুল থেকে বের হলেই শিশুরা ঝালমুড়ি, ফুচকা, চটপটি ইত্যাদি খাওয়ার জন্য বায়না ধরে। এসব খাবার থেকে অনেকে এসিডিটিতে ভোগে। এসিডিটির জন্য মানসিক চাপও দায়ী। আজকাল শিশুদের বিনোদন ব্যবস্থা খুবই কম। বইয়ের বিশাল বোঝা তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়। স্কুলের পড়া, প্রাইভেট, কোচিং আর সব সময় পরীক্ষায় ভালো করার জন্য মা-বাবার তাড়া খেয়ে শিশুদের নিজেদের ওপর বিশ্বাস কমছে। এতে মানসিকভাবে তারা চাপেও থাকছে। এ কারণে এসিডিটিও বৃদ্ধি পাচ্ছে।