টুইটারের ভেরিফিকেশন নীতি নিয়ে উদ্বেগ

বণিক বার্তা প্রকাশিত: ০৬ মে ২০২৩, ০৩:০২

টুইটারের ভেরিফিকেশন নীতিমালা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর মধ্যে। অর্থের বিনিময়ে ব্লু টিক দেয়ার পদ্ধতি ব্যবহার করে ক্রমেই বাড়ছে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা। ফলে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। এভাবে চলতে থাকলে প্রধান প্রতিষ্ঠানগুলো টুইটার থেকে নিজেদের গুটিয়ে নেবে বলে দাবি করেছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।


গত ২০ এপ্রিল টুইটার নতুন নীতিমালা কার্যকর করে। ব্লু টিক নীতি অনুযায়ী, অ্যাকাউন্টের পাশে ভ্যারিফিকেশন চিহ্ন পাওয়ার জন্য নির্ধারিত পরিমাণে ফি দিতে হবে ব্যবহারকারীকে। এ সুযোগকে কাজে লাগাচ্ছে প্রতারক চক্ররা। প্রতিবেদন বলছে, সাবস্ক্রিপশন ফি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফায়েড করে মিথ্যা ও ক্ষতিকর তথ্য ছড়ানোর কাজে ব্যবহার করছে একদল প্রতারক। উদ্বিগ্ন প্রতিষ্ঠানের অনেকেই সত্যিকার অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করে দিয়েছে এরই মধ্যে। তাদের তালিকায় রয়েছে নিউইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ), এটি অ্যান্ড টি ইনকরপোরেশন ও ফক্সওয়াগনের নাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us