চীনের সুপারকম্পিউটার নির্মাণে অগ্রগতি ঠেকাতে দেশটিতে মাইক্রোচিপ রপ্তানিতে মার্কিন কড়াকড়ির তেমন একটা প্রভাব পড়ছে না।
সুপারকম্পিউটারের নানা ব্যবহারের মধ্যে পারমাণবিক অস্ত্র গবেষণা ও চ্যাটজিপিটির মতো এআই সিস্টেম তৈরিও রয়েছে। মার্কিন প্রশাসন গত বছর সেই দৌড়ে চীনকে কোনঠাসা করতে, মার্কিন চিপ রপ্তানিকারক কোম্পানিগুলোর উপর কড়াকড়ি আরোপ করে। বিষেজ্ঞরা বলছেন, ওই উদ্যোগে খুব একটা কাজ হচ্ছে না।
রুল জারি করে এনভিডিয়া কর্পোরেশন এবং এডভান্স মাইক্রো ডিভাইসেস ইনকরপোরেশন, এই দুই প্রধান চিপ নির্মাতা কোম্পানির কয়েকটি চিপ হয়ে উঠেছে বিশ্বজুড়ে এআই গবেষণার ‘স্ট্যান্ডর্ড’। এই মডেলগুলো চীনে রপ্তানি বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার।