সুদান সংকট বিশ্বের জন্য নতুন দুঃস্বপ্ন

দৈনিক আমাদের সময় চিররঞ্জন সরকার প্রকাশিত: ০৫ মে ২০২৩, ০৯:২৯

আয়তনের দিক থেকে আফ্রিকার বৃহত্তম দেশ সুদান। এর উত্তরে মিশর, উত্তর-পূর্বে লোহিত সাগর, পূর্বে ইরিত্রিয়া ও ইথিওপিয়া, দক্ষিণে দক্ষিণ সুদান, দক্ষিণ-পূর্বে কেনিয়া ও উগান্ডা, দক্ষিণ-পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিমে চাদ এবং উত্তর-পশ্চিমে লিবিয়া অবস্থিত।


দীর্ঘদিন ধরেই সুদান পৃথিবীর সবচেয়ে অন্তর্দন্দ্ববহুল দেশগুলোর অন্যতম। এর উত্তরাঞ্চলের অর্থনৈতিকভাবে অগ্রসর এলাকার অধিকাংশ মানুষ মুসলিম। দক্ষিণাঞ্চলের অনগ্রসর এলাকার অধিবাসীদের অধিকাংশই অমুসলিম। সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক বিভাজন ও মতবিরোধের ফলে সুদানে আধুনিককালের সবচেয়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। তবে গত ১৫ এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে ইতোমধ্যে মৃত্যু হয়েছে পাঁচশরও বেশি মানুষের। ঘরছাড়া প্রায় ৭৫ হাজার। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি সুদানে আটকে পড়েছেন বহু বাংলাদেশি নাগরিকও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us