সৌদি ক্লাব আল নাসেরে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। ধারণা করা হচ্ছে, মৌসুম শেষেই মধ্যপ্রাচ্য ছাড়বেন পর্তুগিজ কিংবদন্তি। ফিরে আসতে পারেন সান্তিয়াগো বার্নাব্যুতে। তবে খেলোয়াড় হিসেবে নয়, রিয়াল মাদ্রিদের শুভেচ্ছা দূত অথবা সমমানের কোনো পদে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’ এমনটাই দাবি করেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যে দুটি লিগ থেকে বিদায় নিয়েছে রোনালদোদের ক্লাব আল নাসের। প্রো লিগেও শীর্ষস্থান হারিয়ে শিরোপা হারানোর পথে রয়েছে সৌদি ক্লাবটি। এসবের বাইরেও সৌদি আরবের সংস্কৃতি ও ভাষা জটিলতায় সন্তুষ্ট নন রোনালদো। ফলে মৌসুম শেষে আল নাসের ছাড়তে পারেন তিনি।
এমন পরিস্থিতিতে আবারও ইউরোপের লিগে ফিরতে চান রোনালদো। বিশেষ করে স্পেনের শহর মাদ্রিদে। রোনালদো যদি মাদ্রিদে ফিরে আসেন, তাহলে তার জন্য একটি প্রস্তাবও দিয়ে রেখেছে লস ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নিশ্চিত করেছেন, সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোর কাজের অভাব হবে না। তবে সেটা ফুটবলার হিসেবে নয়। পর্তুগিজ মহাতারকে রিয়াল মাদ্রিদের শুভেচ্ছা দূত অথবা সমমানের কোনো পদ দেয়া হবে।