বুড়িমারী স্থলবন্দরে ‘কলমবিরতি’ কর্মসূচি, ৪ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলো প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৭:৩৭

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীদের হয়রানি ও লাঞ্ছিত করার প্রতিবাদে ‘কলমবিরতি’ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করে। এতে স্থলবন্দর দিয়ে চার ঘণ্টা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।


বুড়িমারী স্থলবন্দর ও সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও নানা ধরনের পণ্য আনা-নেওয়ার কাজ করে থাকেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা। গতকাল মঙ্গলবার বিকেলে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের গাড়ির কাগজপত্র যাচাইয়ের জন্য কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা গোলাম রব্বানীর কক্ষে জমা দেন তাঁরা। এ সময় গোলাম রব্বানী কর্মচারীদের পণ্য ও গাড়ির বহির্গমন পাস বা অনুমতিপত্র দিতে অস্বীকৃতি জানান। এতে কর্মচারীরা স্থলবন্দরের কাস্টমসের সহকারী ডেপুটি কমিশনারের সিদ্ধান্তের কথা জানিয়ে আউট পাস বা বহির্গমনের কাগজ চাইলে তিনি উত্তেজিত হয়ে ফাইলগুলো কর্মচারীদের দিকে ছুড়ে মারেন এবং তাঁর কক্ষ থেকে বের করে দেন। এ কারণে মঙ্গলবার বিকেল থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ‘কলমবিরতি’ কর্মসূচি পালন করেন। এ সময় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে আজ বুধবার সকাল থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা আবারও ‘কলমবিরতি’ কর্মসূচি চলাকালে স্থলবন্দর দিয়ে চার ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us