চোখে সুরমা ব্যবহারের উপকারিতা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৭:১১

সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে মানবজাতির প্রতি আল্লাহ তায়ালা অগণিত নিয়ামত দান করেছেন। এসব নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘যদি আল্লাহর নিয়ামত গণনা কর, শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।’ -(সূরা আন নাহল: ১৮)


নিয়ামতের কথা চিন্তা করলে প্রত্যেক ব্যক্তি প্রথমে নিজের দেহের কথাই ভাবতে পারে। দেহের সব অঙ্গ-প্রত্যঙ্গ, শিরা-উপশিরায় নিয়ামত আর নিয়ামত। মানুষের শরীরে আল্লাহ তায়ালা প্রদত্ত অন্যতম নেয়ামত হলো চোখ। দৃষ্টি শক্তি না থাকলে অন্য কোনও নেয়ামতই উপভোগ করা সম্ভব নয়। তাই চোখের যত্ন নেওয়া আব্যশ্যক। আল্লাহর রাসুল অন্যসব বিষয়ের মতো চোখের যত্ন নেওয়ার প্রতিও বিশেষ গুরুত্ব দিয়েছেন। 


তিনি চোখের যত্নে সুরমা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। রাসুল (সা.) প্রতি রাতে উভয় চোখে তিনবার করে সুরমা ব্যবহার করতেন। 


হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ‘নবীজির একটি সুরমাদানি ছিল। তিনি প্রতি রাতে ঘুমে যাওয়ার পূর্বে ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার সুরমা ব্যবহার করতেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us