দেশের পাঁচ সিটি নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হয়েছে। প্রার্থী মনোনয়নের তোড়জোড়ও চলছে বেশ জোরেশোরে। ইতোমধ্যে শাসক দল আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তাদের ভাষায়, এই নির্বাচনের মধ্য দিয়ে শাসক দল ফাঁদ পেতেছে। তারা কোনোভাবেই এই ফাঁদে পা দেবে না। দলগতভাবে তাদের অবস্থান এমন হলেও স্থানীয়ভাবে কী হবে সেটা নিয়ে সংশয় ও দ্বিধা রয়েছে।
এর আগেও দেখা গেছে, সিটি নির্বাচনে তারা দলীয়ভাবে অংশগ্রহণ না করলেও দলের ত্যাগী নেতারাই দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। দলের পক্ষ থেকে বহিষ্কারের ঘটনাও ঘটেছে, এমনকি বিজয়ী হলেও। কিন্তু এসব বহিষ্কার যে কেবলই আইওয়াশ তা এ দেশের রাজনীতির খুব চেনা এক চরিত্র, যেখানে কেউই খুব বেশি ব্যতিক্রম নয়, বিএনপিও নয়। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় যাদের বহিষ্কার করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কিছুদিন পর তাদের আবার জামাই আদরে দলে ফেরত নেওয়া হয়।