বিশ্বব্যবস্থার জটিল ফাঁদে আমরা অসহায় পতঙ্গ

যুগান্তর জয়া ফারহানা প্রকাশিত: ০৩ মে ২০২৩, ১৬:১৮

দার্শনিক বার্টান্ড রাসেল বলেছিলেন, মানুষ একমাত্র ঘুমন্ত আর মদ্যপ অবস্থায় সুখী। কারণ, এ দুই সময় সে আত্মবিরোধিতায় ভোগে না। বাকি সময় তাকে জেগে অভিনয় করতে হয় ঘুমন্তের। রাসেল আরও বলেছেন, এমনকি চিন্তাও একটা বিশেষ সীমার পর বেদনাদায়ক। তাই উচ্চাঙ্গের বিচারবুদ্ধিতে সক্ষম মানুষ অসুখী। জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক’ নির্ধারিত ছয়টি সূচকের ভিত্তিতে সুখী দেশের যে তালিকা তৈরি করেছে, তাতে বাংলাদেশের স্থান মাত্র ১৯টি দেশের উপরে।


এতে তো আমাদের আনন্দিতই হওয়ার কথা। বিশ্বের ১১৭টি দেশের চেয়ে আমরা উচ্চাঙ্গের চিন্তা করতে সক্ষম! কারণ রাসেলের সূত্রানুযায়ী উচ্চাঙ্গের বিচারবুদ্ধিমানরাই অসুখী। সুখ নিয়ে রাসেল যে আকরগ্রন্থ লিখেছেন, তাতে অন্তত সুখ বিচারে তাকে উপেক্ষা করার সুযোগ নেই। আসুন, রাসেলের এ মতবাদকে বাঙালি ও বাংলাদেশের পটভূমিতে স্থাপন করে একটু পর্যবেক্ষণ করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us