বরিশালে সাদিক ও খায়ের আবদুল্লাহর সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা

প্রথম আলো প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ২২:১৮

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তাঁর চাচা আবুল খায়ের আবদুল্লাহর মধ্যে শীতল লড়াই প্রকাশ্যে এসেছে। মহান মে দিবস উপলক্ষে নগরে পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করেছে শ্রমিক লীগের দুটি পক্ষ। একটি পক্ষে সাদিক আবদুল্লাহ এবং অন্য পক্ষে খায়ের আবদুল্লাহর সমর্থকেরা কর্মসূচি পালন করবেন।


দলীয় সূত্র জানায়, নগরের সদর রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পৃথক দুটি মঞ্চে কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে সাদিক ও খায়ের আবদুল্লাহর অনুসারী নেতা-কর্মীরা দুপুরে দলীয় কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি মহড়া দিয়েছেন। সেখানে পাশাপাশি মঞ্চ নির্মাণের কাজ চলছে। তবে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খায়ের আবদুল্লাহর সমর্থক জেলা ও মহানগর শ্রমিক লীগ দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। বেলা তিনটায় একই স্থানে সমাবেশ ডেকেছেন সাদিক আবদুল্লাহর সমর্থক শ্রমিক লীগের নেতা-কর্মীরা। দুপুর ১২টার সমাবেশে খায়ের আবদুল্লাহর উপস্থিত থাকার কথা। তবে সাদিক আবদুল্লাহ ঢাকায় অবস্থান করায় তাঁর পক্ষের নেতাদের আয়োজিত সমাবেশে তিনি উপস্থিত থাকবেন না বলে নেতারা নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ রোববার বেলা একটার দিকে আবুল খায়ের আবদুল্লাহর সমর্থক জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহামুদ, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মঈন তুষার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনসহ নেতারা দলীয় কার্যালয়ের সামনে আসেন। বেলা দুইটার পর দলীয় কার্যালয়ের সামনে সো‌হেল চত্বরে মে দিবস উপলক্ষে তাঁরা মঞ্চ নির্মাণের কাজ শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us