চাইলেই আর বাণিজ্য সংগঠন করা যাবে না। এ জন্য অনেক কঠিন শর্ত পূরণ করতে হবে। কারণ, নতুন বাণিজ্য সংগঠন বিধিমালা এভাবেই করা হচ্ছে। এতে কঠিন শর্ত থাকছে, যা পূরণ করে তবেই বাণিজ্য সংগঠন করতে হবে।
প্রায় তিন দশক পর বাণিজ্য মন্ত্রণালয় একটু কঠিনভাবেই বাণিজ্য সংগঠন বিধিমালার খসড়া তৈরি করেছে। এর ওপর এখন মতামত নেওয়া হচ্ছে। বিদ্যমান বিধিমালা ও নতুনটির খসড়া তুলনা করে দেখা গেছে, এবারে অনেক শর্ত পূরণের কথা বলা হয়েছে, যা আগে ছিল না।
দেশে এখন বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ কার্যকর রয়েছে। এটি করা হয় ১৯৮৫ সালের বিধিমালা বাতিল করে। উভয় বিধিমালাই করা হয় ১৯৬১ সালের বাণিজ্য সংগঠন অধ্যাদেশের ভিত্তিতে। সেই অধ্যাদেশ বাতিল করে ২০২২ সালে নতুন বাণিজ্য সংগঠন আইন প্রণয়ন করে সরকার। এ আইনের ভিত্তিতেই নতুন বিধিমালা করা হচ্ছে।