চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বড় জয় পেলেও তাদের ভোট কমে গেছে। ২০১৯ সালের ৭ নভেম্বর জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুর পর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিএনপির সঙ্গে লড়ে যে সংখ্যক ভোট পেয়েছিলেন, এবারের প্রার্থী তার চেয়ে ২০ হাজার ৪১ ভোট কম পেয়েছেন।
গত বৃহস্পতিবার এক মেয়াদে দ্বিতীয়বারের মতো এ আসনে উপনির্বাচন হয়। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।