You have reached your daily news limit

Please log in to continue


গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার উজানে বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহার

বিশ্বের বৃহত্তম নদীব্যবস্থা গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম)। এ ব্যবস্থার আওতাভুক্ত নদী-উপনদী-শাখানদীগুলো দিয়ে প্রতি বছর উজান থেকে আসা পলি প্রবাহিত হয় ১০০ কোটি টনেরও বেশি। জোয়ার-ভাটানির্ভর প্রতিবেশ ব্যবস্থায় এ পলিপ্রবাহের মাধ্যমেই নির্মাণ হয়েছে জিবিএম অববাহিকার ভূতাত্ত্বিক গঠন। বর্তমানে এ পলিপ্রবাহের স্বাভাবিকতায় ব্যাঘাত ঘটাচ্ছে নদীগুলোর উজানে ভারত ও চীনের একের পর এক বাঁধ নির্মাণ। সামনের দিনগুলোয়ও আরো বাঁধ নির্মাণের পাশাপাশি আন্তঃনদী সংযোগের মাধ্যমে নদীগুলোর পানি সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে দেশ দুটির।

এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ভাটিতে বাংলাদেশে পানি ও পলিপ্রবাহ বিপুল মাত্রায় কমে আসবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে, ভারত ও চীনে এসব বাঁধ নির্মাণ এবং আন্তঃনদীসংযোগ প্রকল্পের কারণে ব্যাপক মাত্রায় পানি ও পলিপ্রবাহ হারাবে বাংলাদেশের নদীগুলো। উচ্চতা বাড়বে সমুদ্রপৃষ্ঠের। আরো নিচু হয়ে পড়বে বাংলাদেশের ভূমি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন