এ বছরের প্রথম কোয়ার্টার বা ৩ মাসে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার লাভ হয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার। অসংখ্য ছাঁটাইয়ের পরে এবার আশানুরূপ লাভ হয়েছে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম বিবিসি।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে এমন আশানুরূপ সাফল্য এসেছে।
ফেসবুকের মোট রেভিনিউ ছিল ২৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘আমাদের কমিউনিটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।’
জাকারবার্গ তার বিনিয়োগকারীদের বলেন, ‘বিলিয়ন সংখ্যক মানুষকে এআই এজেন্টের সঙ্গে পরিচিত করিয়ে দিতে পারলে সেটা কার্যকর এবং অর্থবহ হবে।’
বিবিসি জানায়, প্রতিষ্ঠানটি চাচ্ছে তাদের নিজেদের কাজে ব্যবহৃত জেনারেটিভ এআইকে ব্যবসায়িক রূপ দিতে। প্রযুক্তিতে এর ব্যবহারিক প্রয়োগ খুঁজতে গুগলের সঙ্গে যুক্ত হবে। কেননা এর ক্ষমতা সম্পর্কে খুব একটা পরিস্কার ধারণা নেই এই ইন্ডাস্ট্রির।