You have reached your daily news limit

Please log in to continue


দার্জিলিংয়ে বাংলাদেশি পর্যটকদের ভিড়

ভ্রমণের চিন্তা করলে প্রথমেই বাংলাদেশিদের মাথায় চলে আসে দার্জিলিংয়ের কথা। শুধু বাংলাদেশি নয়, অন্যান্য বিদেশি পর্যটকদের কাছেও প্রিয় এই স্থান।

বিশেষ করে গরমের সময় দার্জিলিংয়ের পাহাড়ে ঢল নামে পর্যটকদের। ঠান্ডা পাহাড়ি হাওয়া উপভোগ করতে তারা চলে যান সেখানে।

সীমান্তর বেড়া যতই ভাগ করুক দুদেশের মানুষকে, তবুও পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের প্রতি টান কোনো অংশে কমেনি মানুষের। ফলে দেখা গেছে ঈদের ছুটিতে দার্জিলিংয়ে বাংলাদেশি পর্যটকদের ভিড়। শুধু পর্যটক নয় ইউটিউবাররাও গেছেন সেখানে। দেখলে মনে হবে দার্জিলিংয়ে যেন বসেছে দুই বাংলার ‘মিলনমেলা’।

শুধু যে বাংলাদেশ থেকে সরাসরি ভ্রমণ করতে দার্জিলিংয়ে যাওয়া হয় তা কিন্তু নয়। কলকাতায় যারা চিকিৎসা করাতে যান, তাদের অনেকে চিকিৎসা শেষে একটু হাওয়া বদলের জন্য যান দার্জিলিংয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন