শরীরের সব বর্জ্য পদার্থ প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, ফলে শরীর সুস্থ থাকে। মূত্রনালিকে বলা হয় মানব দেহের নিষ্কাশন ব্যবস্থা। এ কাজে ব্যস্ত থাকে দুটি কিডনি, দুটি মূত্রনালি, একটি মূত্রাশয় ও মূত্রনালি।
মূত্রনালিতে কোনো ধরনের সমস্যা হলে, কিডনি-মূত্রাশয়’সহ সব অঙ্গেই ক্ষতিকর প্রভাব পড়ে। মূত্রনালির বিভিন্ন সমস্যার মধ্যে ইউটিআই বা প্রস্রাবে সংক্রমণের সমস্যা ছোট-বড় সবার মধ্যেই কমবেশি দেখা দেয়। এটি ব্যাকটেরিয়ার কারণে ঘটে।
ইউটিআই প্রাপ্তবয়স্ক ও শিশুদের মধ্যে খুবই সাধারণ একটি সমস্যা, তবে এর সঠিক চিকিৎসা করা না হলে বিপজ্জনক হতে পারে। ইউটিআইয়ের কারণে কিডনিতে এমনকি মূত্রাশয়ের সঙ্গে সংযোগকারী টিউবগুলোর সংক্রমণ ঘটে।
শিশুদের ইউটিআই হওয়ার কারণ কী?
ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর তথ্যানুসারে, শিশুদের মধ্যে বিভিন্ন উপায়ে ঘটতে পারে ইউটিআই সংক্রমণ। একটি শিশু যখন টয়লেট শেষে পেছন থেকে সামনের দিকে মুছে দেয়, তখন তাদের ইউটিআইয়ের সংক্রমণ বেড়ে যায়।