নিম্ন আয়ের দেশে ৯০% তরুণী ইন্টারনেট ব্যবহার করেন না: ইউনিসেফ

সমকাল প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ২১:৩১

নিম্ন আয়ের দেশগুলোতে প্রায় ৯০ শতাংশ কিশোরী-তরুণী ইন্টারনেট ব্যবহার করেন না। তবে তাঁদের পুরুষ সমবয়সীদের ক্ষেত্রে বিষয়টি পুরো উল্টো। তাঁদের তুলনায় দ্বিগুণ সংখ্যক তরুণ ইন্টারনেট ব্যবহার করেন। জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফের গবেষণা প্রতিবেদনে নিম্ন আয়ের দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বৈষম্যের এ চিত্র উঠে এসেছে।


বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।


ইউনিসেফের শিক্ষাবিষয়ক পরিচালক রবার্ট জেনকিনস বলেন, তরুণ-তরুণীদের মধ্যে ডিজিটাল বিভাজন বন্ধ করার মানে ইন্টারনেট ও প্রযুক্তি সুবিধা নিশ্চিতের চেয়েও বেশি কিছু। এর মানে নারীকে উদ্যোক্তা, উদ্ভাবক ও নেতা হওয়ার জন্য শক্তিশালী করে গড়ে তোলা। তিনি বলেন, ‘যদি আমরা শ্রমবাজারে লিঙ্গবৈষম্য ঠেকাতে চাই, বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের মতো ক্ষেত্রে, আমাদের অবশ্যই তরুণদের (বিশেষ করে কিশোরী-তরুণী) ডিজিটাল দক্ষতা বাড়াতে সহায়তার মধ্য দিয়ে এখনই পদক্ষেপ নিতে হবে।’


জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটির ওই প্রতিবেদনে মূলত ডিজিটাল ক্ষেত্রগুলোতে ১৫ থেকে ২৪ বছরের তরুণ-তরুণীর সমতার ওপর জোরারোপ করা হয়েছে। আলোচনায় এসেছে নিম্ন, নিম্ন মধ্য ও মধ্য আয়ের দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারের চিত্র। বিষয়টি আরও বিশদভাবে উপলব্ধি করতে অধিকতর তথ্য-উপাথ্যের প্রয়োজন বলে মনে করে ইউনিসেফ। তথাপি তাদের প্রতিবেদনে বলা হয়, ক্রমবর্ধমান ডিজিটাল ও সংযুক্ত পৃথিবীতে মেয়েরা পেছনে পড়ে থাকছে। একবিংশ শতাব্দির শিক্ষা ও চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের সুযোগ তারা সামান্যই পাচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us