লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম খুনের ঘটনায় মামলা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জিহাদিসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।
বুধবার রাত ১টার দিকে নিহত নোমানের বড় ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করে দুবৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল ছুটে আসেন স্থানীয়রা। পরে স্থানীয়রা আহত নোমান ও রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নেন।