জিপিটি-৪ প্রশিক্ষিত অ্যামেকা ব্যক্তিগত বহুভাষিক রোবট!

বণিক বার্তা প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ১০:০১

২০২১ সালের ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে উন্নত হিউম্যানয়েড রোবট দেখতে পায় বিশ্ব। যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি সংস্থা ইঞ্জিনিয়ারড আর্টস এর উদ্ভাবক। রোবটটির নামকরণ করা হয় অ্যামেকা। উন্নয়নের ধারাবাহিকতায় গত বছরের আগস্টে রোবটটি মানুষের মতো অভিব্যক্তি প্রদর্শন করে দেখায়। সম্প্রতি রোবটটিকে জিপিটি-৩ ও জিপিটি-৪ প্রশিক্ষণের কথা জানিয়েছে নির্মাতারা। এরপর বিস্ময়কর এ রোবট বহু ভাষায় কথা বলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। নির্মাতাদের ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে বিষয়টি প্রকাশ পেয়েছে।


ভিডিওতে দেখা যায় জাপানি, জার্মান, চীনা, ফরাসি এবং ব্রিটিশ ও আমেরিকান ইংরেজিসহ বেশ কয়েকটি ভাষায় কথা বলছে অ্যামেকা। একজন গবেষক যখন অ্যামেকাকে জিজ্ঞাসা করছেন, ‘আমি শুনেছি আপনি অনেক ভাষায় কথা বলতে পারেন, এটা কি সত্য?’ অ্যামেকা তখন সেটি স্বীকার করে এবং তার ভাষা দক্ষতা দেখায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us