তারহীন ইন্টারনেটের জন্য যে যন্ত্রটি জরুরি, সেটা ওয়াই-ফাই রাউটার। বাসায় কিংবা অফিসে একটা ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে রাউটার লাগবেই। বাজারেও আছে নানা দামের, নানা মানের রাউটার। আজকের আয়োজন রাউটার নিয়ে।
রাউটার ব্যবহারে যা জানতে হবে
● রাউটারের ওয়াই-ফাই সক্রিয় করার সময় ডিফল্ট নেটওয়ার্ক হিসেবে ওই রাউটারের নাম উল্লেখ থাকে এবং পাসওয়ার্ডও রাউটারের নিচের দিকে একটি স্টিকারে লেখা থাকে। প্রয়োজনে...