বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকে নিয়মিত ভিডিও কল বা ভিডিও চ্যাট করে থাকি। কখনো আবার অফিসের গুরুত্বপূর্ণ বৈঠক করতে হয় ভিডিও কলের মাধ্যমে। আর তাই ভিডিও কলের সময় ঘরের বা অফিসের ছবি গোপন রাখতে বিভিন্ন ধরনের স্থির দৃশ্যযুক্ত বা ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করেন কেউ কেউ।
তবে এসব পটভূমি অনেক সময় দৃষ্টিকটু হয়ে থাকে, ফলে বৈঠকে অংশ নেওয়া অন্যরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। সমস্যা সমাধানে ভিডিও কলের সময় পর্দা থেকে নির্দিষ্ট ফ্রেম মুছে ফেলার সুযোগ চালু করেছে গুগল মিট।