যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ব্যবস্থা লঙ্ঘন করে চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ের কাছে হার্ডডিস্ক ড্রাইভ বিক্রির অভিযোগে ডেটা স্টোরেজ কোম্পানি ‘সিগেট’কে ৩০ কোটি ডলারের জরিমানা করেছে মার্কিন কর্তৃপক্ষ।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ২০২০ সালে রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পর হুয়াওয়ের কাছে একশ ১০ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য পাঠিয়েছে সিগেট।
চীনের কাছে অত্যাধুনিক প্রযুক্তি বিক্রি বন্ধে মার্কিন সরকারের নেওয়া সর্বশেষ পদক্ষেপ এই জরিমানা।
মার্কিন কর্তৃপক্ষ বলেছে, এই ধরনের সরঞ্জাম চীনের সামরিক বাহিনীর মাধ্যমে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নিয়ম চালুর পর প্রায় এক বছরে হুয়াওয়ের কাছে ৭৪ লাখ ড্রাইভ পাঠিয়েছে সিগেট।
“আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত কোম্পানিগুলোর তালিকায় হুয়াওয়ের নাম থাকার পরও তারা এটি অব্যাহত রেখেছে।” --বলেন মন্ত্রণালয়ের ‘ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস)’ বিভাগের রপ্তানিবিষয়ক সহকারী সচিব ম্যাথিউ অ্যাক্সেলরড।