সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ থাকার সময় বাফুফেতে যারা ফুরফুরে মেজাজে সময় কাটতেন সেই স্টাফদের মধ্যে এখন ভয় কাজ করছে। মুখ ফুটে কেউ কিছু বলতে চাচ্ছে না। কারণ, ঈদের পরই তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে তাঁদের।
সেখানে দোষী প্রমাণিত হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাঁরা যে পদে আছেন, তা স্বেচ্ছায় ছাড়তে হবে নয়তো তাঁদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন বাফুফের শীর্ষ কর্মকর্তারা। বুধবার ঈদের ছুটি দেওয়া হয়েছে ফেডারেশন কর্মকর্তাদের। কিন্তু আতঙ্কে থাকা স্টাফদের কাছে এবারের ঈদটা যে অতীতের মতো আনন্দের নয়।তাই ছুটিতে গেলেও মনে চাকরি হারানোর ভয় কাজ করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এক্সিকিউটিভ জানিয়েছেন।