যান্ত্রিক ত্রুটিতে ২ ঘণ্টায়ও কমলাপুর ছাড়েনি ‘সোনার বাংলা’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ০৯:৩০

টেকনিকেল সমস্যায় পড়েছে চট্টগ্রামঅভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস। ট্রেনটি বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল ৯টায় ছেড়ে যেতে পারেনি। ট্রেনটি তিনটা বগিতে অ্যায়ার প্রেশার না থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। এ কারণে এখন পর্যন্ত (সকাল ৯টা ১০ মিনিট) কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে বলে জানিয়েছেন রেলওয়ের এক কর্মকর্তা।


রেলওয়ের কর্মকর্তা জাগো নিউজকে জানান, ট্রেনটির পেছনের তিন বগির ব্রেকে পেশার না পাওয়ায় ছাড়তে সময় লাগছে। মূলত ইঞ্জিন থেকে বগিতে যে অ্যায়ার প্রেশার থাকতে হয় তা খুব কম আসছে। সাধারণত ৫০০ বিপি সর্বোচ্চ থাকে সেখানে ৪০০ বা পৌনে ৪০০ হলেও চলতে পারে ট্রেন। পেছনের বগি তিনটা এমপিএস ব্রেক দিলেও অ্যায়ার পেশার কম আসছে। তবে টেকনিকেল টিম কাজ করছে, দ্রুত সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে বলল জানান তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us