ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য উল্টে যাচ্ছে পাশার দান

দৈনিক আমাদের সময় প্রমিত হোসেন প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ০৯:০৩

রাশিয়া হেরে গেছে ইউক্রেনে। ‘বীর দেশপ্রেমিক’ ভলোদিমির জেলেনস্কির কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন রুশ ‘একনায়ক’ ভøাদিমির পুতিন। ইউক্রেন অপরাজেয়। রাশিয়ার সাধ্য নেই, ক্ষমতা নেই, অস্ত্র নেই; এমনকি টাকা-পয়সাও নেই হতে চলেছে ২০২৪ সালের মধ্যে। একেবারে ভিখারির দশা। ভিখারির মতোই অস্ত্রের জন্য হাত পাতছে উত্তর কোরিয়ার কাছে, চীনের কাছে, আর ইরানের কাছ থেকে তো হাত পেতে নিচ্ছেই।


এমনই চিত্র প্রচার করে চলেছে পশ্চিমা সংবাদমাধ্যম। লাগাতার চালিয়ে যাচ্ছে এই প্রচারণা। তারা প্রচার করে চলেছে, রাশিয়া ‘আগ্রাসন’ চালানোর দুই দিনের মধ্যে ইউক্রেন দখল করে নিতে চেয়েছিল, কিন্তু পারেনি। কেউ কি রাশিয়াকে কখনো বলতে শুনেছেন, সে দুই দিনেই ইউক্রেন দখল করে নেবে? না। এই কথা বলে আসছে শুধু পশ্চিমা সংবাদমাধ্যম। রাশিয়া প্রথম পর্যায়ে ইউক্রেনের অনেক গভীরে ঢুকে গিয়েছিল, পরে পিছু হটে। তাদের পিছু হটিয়ে দেয় ইউক্রেনের দৃঢ় মনোবলসম্পন্ন ‘দেশপ্রেমিক’ সেনাবাহিনী, যারা ‘আগ্রাসক’ রুশদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু আসল ঘটনা কী?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us