একটা কথা তো ব্যাপকভাবে আলোচিত হয় এখন প্রায় প্রতিদিন। দেশে এত সংকট, কিন্তু সবচেয়ে বড় সংকট অনুসরণ করার মতো কোনো চরিত্র নেই। মানুষ কার কাছে শিখবে, কার কাছে যাবে, কোথা থেকে পাবে সাহস? চারদিকে চালাক মানুষের ভিড়ে কোথায় পাবে সরল মানুষ, যার কাছে দুঃখের কথা বলা যায়।
ক্যারিয়ারের কথা বলছে সবাই, ক্যারেক্টার তৈরি করার কথা তো বলছে না কেউ। নিজেকে বড় ভাবার মানুষের অভাব নেই, কিন্তু নিজেকে বড় করে তোলার সংগ্রামে লিপ্ত আছেন তেমন মানুষ কই? লক্ষ্যে অবিচল থেকে লক্ষ্য অর্জনের জন্য সাধ্যমতো সব করা যায় কিন্তু কোনো কিছুর জন্যই লক্ষ্য বিচ্যুত হওয়া যায় না এমন দৃষ্টান্ত কোথাও তো দেখি না। অপমানের জ্বালা সবাইকে উত্তেজিত করে, কিন্তু যখন কাজটাই প্রধান তখন অপমানকে ব্যক্তিগতভাবে গায়ে না মেখে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতাসম্পন্ন মানুষ কোথায়? এ রকম অনেক চাওয়া, না পাওয়া, হাহাকার আর হতাশার মধ্যেও অবিচল থেকে একজন মানুষ যে তার কর্তব্য পালন করে গেলেন তা কি দেশের মানুষ খেয়াল করেছেন?