একজন উচ্চপদস্থ ‘প্রজাতন্ত্রের কর্মচারীর’ (যুগ্ম সচিব) স্রেফ মৌখিক অভিযোগে একজন নারীকে তুলে আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনে (তর্ক সাপেক্ষে) সেই নারীর মৃত্যু এবং মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, এই সবগুলো বিষয় একত্র করলে যে কারও মনে হতে পারে ঘটনাগুলো কি আদৌ অন্তত কাগজে-কলমে দাবি করা রাষ্ট্রে (মধ্যযুগীয় রাষ্ট্র নয়) ঘটছে?
পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর কথা বলছি, যা দেশে তুমুল আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।