কাল থেকে অনলাইনে দিতে হবে ভূমি উন্নয়ন কর

প্রথম আলো প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ১৭:৩৫

আগামীকাল শুক্রবার পয়লা বৈশাখ। ১৪৩০ বঙ্গাব্দের প্রথম দিন। এদিন থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে শুধু অনলাইনের মাধ্যমে। কর দেওয়ার পর অনলাইন থেকে কিউআর কোডযুক্ত দাখিলা (রসিদ) সংগ্রহ করতে পারবেন করদাতারা। এর মাধ্যমে নগদ টাকা ছাড়া (ক্যাশলেস) ই-নামজারির মতো সারা দেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন করের ব্যবস্থা চালু হবে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিমালিক হিসেবে ভূমি উন্নয়ন কর পরিশোধে  www.land.gov.bd ঠিকানার ওয়েব পোর্টালে নাগরিক নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে অনলাইনে দাখিলা সংগ্রহ করা যাবে। বিস্তারিত জানতে ১৬১২২ নম্বরে ফোন করা যাবে (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) অথবা সরাসরি মেসেজ পাঠানো যাবে এই ফেসবুক পেজে।


যাঁদের জমি রয়েছে এবং যাঁরা বাড়ি বা ফ্ল্যাটের মালিকানার অংশ হিসেবে জমি পেয়েছেন, তাঁদের সবার জন্য ভূমিকর দেওয়া বাধ্যতামূলক। প্রতিবছর সংশ্লিষ্ট ভূমি অফিসে ভূমিকর জমা দিয়ে রসিদ নিতে হয়। এখন এই কাজ অনলাইনেই করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us