শুধু ক্ষমতায় টিকে থাকতে একের পর এক যত কালো আইন: মির্জা ফখরুল

প্রথম আলো প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ১৮:০৫

অত্যাচার-নির্যাতন, গুম-খুন করেই সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজ সমগ্র দেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে। খবরের কাগজ খুললেই দেখা যায়, হত্যা-খুন চলছে। শুধু ক্ষমতায় টিকে থাকতে সরকার একের পর এক যত রকমের কালো আইন তৈরি করেছে।’


আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চলমান আন্দোলনে ‘শহীদ, গুম ও নির্যাতনের শিকার’ পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।


বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা দেখেছেন, পার্লামেন্টে সরকারপ্রধানের বক্তব্য। এখানে সাংবাদিকদের কোনো সম্মান নেই এবং তাদের নিরাপত্তাও নেই। এখানে সম্পাদকদের কোনো নিরাপত্তা নেই, সংবাদকর্মীদের নিরাপত্তা নেই, রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নেই, শিশু-নারীর কোনো নিরাপত্তা নেই।’


মহাসচিবের বক্তব্যের আগে ‘গুম হওয়া’ নিউমার্কেট থানা ছাত্রদল নেতা মাহমুদুর রহমানের (বাপ্পী) বোন ঝুমুর ও পুরান ঢাকার ছাত্রদল নেতা মো. সোহেলের মেয়ে সাদিকা সরকার (সাফা) বক্তব্য দেয়। এ সময় শিশু সাফা কাঁদতে কাঁদতে বলে, ‘আমার বাবাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। ১০ বছর হলো বাবা নিখোঁজ। আমি ছোট থেকে বড় হয়ে গেছি। কিন্তু বাবাকে দেখি না। বাবার সঙ্গে ঈদ করতে পারি না। আমার আর ভালো লাগে না, আমার বাবাকে ফিরিয়ে দিন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us