হজযাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত সৌদি আরব

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ১৬:১৫

পবিত্র রমজানের শেষদিনগুলোতে মক্কার নিরাপত্তা ও হজযাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। সৌদি সরকারের সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।


মঙ্গলবার (১১ এপ্রিল) মক্কায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা মন্ত্রণালয়ের পরিকল্পনা এবং ওমরাহ ও ঈদুল ফিতরের প্রস্তুতি সম্পর্কে বক্তব্য রাখেন।


দেশটির জননিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট-জেনারেল মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-বাসামি বলেন, এখন পর্যন্ত, ওমরাহ ও রমজানকে কেন্দ্র করে নিরাপত্তা বজায় রাখার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তা বাস্তবায়ন করা হয়েছে।


আল-বাসামি আরও বলেন, রমজানের শেষ ১০ দিনের অতিরিক্ত মুসল্লিদের বাড়তি মোকাবিলায়ও তার বাহিনী প্রস্তুত।  


রমজানের শুরু থেকে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা ও বিভাগের মধ্যে সমন্বয় ও সহযোগিতারও প্রশংসা করেন এ কর্মকর্তা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us