বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু হয়েছে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টায়। তার মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীরা তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান। পাশাপাশি শোকবার্তায় সমবেদনা জানিয়েছেন অনেক রাজনীতিক। এ ক্ষেত্রে ব্যতিক্রম কেবল বিএনপি।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পার হলেও দলটির পক্ষ থেকে কোনও শোকবার্তা পাঠানো হয়নি, ধানমন্ডিমুখী হননি কোনও নেতাও। এ নিয়ে ইতোমধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা গণতন্ত্র মঞ্চে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান, গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত। এই মঞ্চের সৃষ্টি জাফরুল্লাহ চৌধুরীর কারণে। তারই প্রতিষ্ঠিত ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে।