ঈদের আগে কারাবন্দি আলেমদের মুক্তি চায় হেফাজত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ২০:৩১

আসন্ন ঈদুল ফিতরের আগে কারাবন্দি হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলেমদের মুক্তি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।


মঙ্গলবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন সংগঠনটির আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।


বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মিথ্যা মামলা দিয়ে দেশব্যাপী হেফাজতের শত শত নেতাকর্মী ও আলেমকে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে। যাদের একটা অংশকে বিনা বিচারে এখনো কারাবন্দি করে রাখা হয়েছে। বিনা বিচারে কাউকে বন্দি করে রাখা ‘বিচার বহির্ভূত শাস্তি’। ব্যক্তি, গোষ্ঠী, কোন বাহিনী বা সরকার যেই করুন না কেন, এটা অপরাধকর্ম। যা বাংলাদেশের সংবিধান, নাগরিকের মৌলিক মানবাধিকার এবং বিদ্যমান আইনের স্পষ্ট লঙ্ঘন।


তারা বলেন, বিচার বহির্ভূতভাবে আলেম-ওলামাদের শাস্তি দেওয়ার যে কৌশল সরকার প্রয়োগ করছে, তা চীনের জিনজিয়ান প্রদেশে বসবাসকারী মুসলিম উইঘুর সম্প্রদায়ের ওপর পরিচালিত নির্যাতনের সঙ্গে তুলনীয়। এসব মানবতাবিরোধী অপরাধ নিয়ে তদন্ত করার জন্য আমরা মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us