বাংলাদেশ-ভারত বাণিজ্য: শিগগিরই হচ্ছে না টাকা-রুপি বিনিময়

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১০:০২

ডলার সাশ্রয়ে টাকা ও রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে সম্প্রতি বাড়তি আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ ও ভারত। কিন্তু মুদ্রার রেট নির্ধারণ, চুক্তিকরণ ও কার্যকর উদ্যোগের অভাবে এক দশক আগের সেই পুরোনো প্রস্তাব এখনো অধরাই রয়েছে। টাকা ও রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে বাংলাদেশকে গত ডিসেম্বরে প্রস্তাব দেয় ভারত। নানা জটিলতায় এবারও অন্তত ছয় মাস বিলম্ব হবে টাকা ও রুপির বিনিময়ে ব্যবসায়িক লেনদেন—এমনটি দাবি সংশ্লিষ্টদের।


সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বড় অর্থনীতির দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করার ক্ষেত্রে নানা দিক ভাবতে হচ্ছে। তার মধ্যে ডলারের দাম ওঠানামার ক্ষেত্রে রুপি ও টাকার রেট নির্ধারণ, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) এবং সরকারের অনুমোদন। এসব কম্প্রিহেনসিভ ওয়েতে করতে সাধারণত একটু বেশি সময় নিতে হয়। আর এখন পর্যন্ত টাকা-রুপি বিনিময় প্রস্তাব পর্যায়ে রয়েছে। সুতরাং চাইলেও শিগগিরই রুপি ও টাকায় বিনিময় সম্ভাবনা দেখছি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us