ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে যে সংশোধনী আসছে

প্রথম আলো প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ২০:৪৮

সপ্তম শ্রেণির ‘শিল্প ও সংস্কৃতি’ বইয়ের পৃষ্ঠা-৯–এ থাকা গানটির নবম লাইনটি নেই। এখন সংশোধনীতে সেই লাইন ‘একটু সাদা দিলে’ যুক্ত করা হচ্ছে। সংশোধিত লাইনটি বইয়ের ‘ফিকে হবে সব গাঢ় রং’–এর পর যুক্ত হবে।


এ রকমভাবে নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সব কটি বইয়ের ভুল-অসংগতিগুলোর সংশোধনী পাঠাতে যাচ্ছে এনসিটিবি। ইতিমধ্যে সংশোধনীর খসড়া প্রস্তুত করা হয়েছে। এখন সেটি চূড়ান্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সংশোধনীগুলোর ‘সফট কপি’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে এনসিটিবি।


এনসিটিবি সূত্র মতে, সংশোধনী চূড়ান্ত হলে সেগুলোর সফট কপি প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হবে। আসন্ন পবিত্র ঈদের পর তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো সম্ভব হবে। প্রধান শিক্ষকেরা সংশোধনীগুলো বিষয়ভিত্তিক শ্রেণিশিক্ষকের কাছে দিয়ে শ্রেণিকক্ষে পাঠাবেন। তখন শ্রেণিশিক্ষক সংশোধনী অনুযায়ী শিক্ষার্থীদের বইগুলো সংশোধন করার নির্দেশনা দেবেন।


এনসিটিবির চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, এখন সংশোধনীর কাজ চলছে। শেষ হলেই তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us