আইফোন ১৫ প্রো-তে যেসব পরিবর্তন আসছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ১৪:২২

বিশ্বের স্মার্টফোনের তালিকায় শীর্ষে থাকা আইফোন নিয়ে ক্রেতাদের রয়েছে বাড়তি উন্মাদনা। সেই উন্মাদনা নতুন সিরিজ আসার সময় যেমন শুরু হয় তেমনি দেখা যায় নতুন সিরিজ আসার খবরেও। এবারও তার ব্যতিক্রম নয়, আইফোন ১৫ এর কানাঘুষা শোনা যাচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই।


সেপ্টেম্বরেই আসছে আইফোন ১৫ সিরিজ। তবে এর আগেই জানা যায় আইফোন ১৫ এর ফিচার সম্পর্কে। এবার ফাঁস হলো আইফোন ১৫ প্রো ফোনের আপডেট ফিচারের ব্যাপারে। অনেকের দাবি, নতুন আইফোন ১৫ প্রো-তে এমন সব দেখতে পাওয়া যাবে, আগে যা কোনো মডেলে দেখা যায়নি।


নতুন আইফোনে যে বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করা হয়েছে তার মধ্যে একটি হল ইউএসবি টাইপ-সি পোর্ট। সেপ্টেম্বরেই বাজারে আসছে অ্যাপলের নতুন আইফোন ১৫। প্রযুক্তিবিষয়ক সাইটের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আইফোন ১৫ প্রো-তে একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখন পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে। তবে আগামী দিনে তা নাও থাকতে পারে।


ধারণা করা হচ্ছে, আইফোন ১৫ প্রো-তে সেন্সরের আকার বাড়াতে পারে। যে কারণে ক্যামেরা মডিউলের পুরুত্ব বাড়বে। এটাও বলা হচ্ছে যে নতুন ফোনের ক্যামেরার আকার আইফোন ১৪-এর তুলনায় দ্বিগুণ বড় হতে পারে। আইফোন ১৫ প্রো-তে ফিজিক্যাল বোতাম পাবেন না, স্পর্শের মাধ্যমে ফোনে কমান্ড দিতে পারবেন। নতুন আইফোনের ডিজাইনের বিষয়ে লিকগুলোতে বলা হয়েছে, সংস্থা এখন পর্যন্ত সবচেয়ে পাতলা (১.৫৫ এমএম) বেজেল সহ আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us