শুনে হয়তো ভাবছেন, সম্পর্কের আবার ধরন কী? প্রেমের আবার ভাগ হয় নাকি! একটু খেয়াল করে দেখলে সম্পর্ককেও ৭ ভাগে ভাগ করা যায়। যার সঙ্গে জড়িয়ে থাকে মানসিক ও শারীরিক নানা বিষয়। সম্পর্কের যে ৭টি ধরন রয়েছে সেগুলো সম্পর্কে আপনার সম্ভবত কোন ধারণা ছিল না। চলুন জেনে নেওয়া যাক সেসব ধরন সম্পর্কে। সেইসঙ্গে মিলিয়ে নিন আপনি কোনটি রয়েছেন-
ইমোশনাল অ্যাফেয়ার
অন্য কোনো সম্পর্কে থাকার পরেও অনেকে নিজের প্রেমিক বা প্রেমিকা ছাড়া অন্য কারও সঙ্গে গভীর মানসিক মানসিক সংযোগ গড়ে তোলে। ব্যক্তিগত তথ্য শেয়ার করা, একে অপরের প্রতি আস্থা রাখা, সান্ত্বনা ও সাপোর্ট চাওয়া ইত্যাদি বিষয় এর মধ্যে থাকতে পারে। বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন ইমোশনাল সম্পর্ক।
সেক্সুয়াল অ্যাফেয়ার
এটি হলো নিজের সঙ্গী ছাড়া অন্য কারও সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়ে যাওয়া। এর মধ্যে ওয়ান-নাইট স্ট্যান্ড বা চলমান যৌন সম্পর্ক অন্তর্ভুক্ত থাকতে পারে। এ ধরনের সম্পর্কে মানসিক কোনো ঘনিষ্ঠতা থাকে না বললেই চলে।