এবার ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত দুইটি সিনেমার। সিয়াম–পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও সিয়াম–পূজার ‘শান’ মুক্তি পেতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভির পর্দায়।
সিয়াম আহমেদ ও পরীমণি দ্বিতীয় দফায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায়। গত জানুয়ারির ২০ তারিখ এটি মুক্তি পেয়েছিল বড় পর্দায়। মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল।