কুমিল্লায় হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৩, ১৮:২১

সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে যুক্তরাষ্ট্র ফেরত আকবর হোসেন বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।


বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় বিচারক নাসরিন জাহান এ আদেশ দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন—রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম, সজিব ও লিপি আক্তার। তারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা।


মামলার বিবরণ অনুযায়ী এ হত্যাকাণ্ডের মূল হোতা নিহতের ছোট ভাইয়ের স্ত্রী লিপি আক্তার। অন্যরা হত্যাকাণ্ডে সহযোগী।


রায়ের সময় লিপি আক্তার ও সজিব পলাতক ছিলেন। বাকি তিন অভিযুক্তের সামনেই রায় পড়ে শোনান বিচারক।


বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন।


মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১ অগাস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবার মধ্যে থেকে লাশ উদ্ধার করে পুলিশ।


পরে জানা যায় যে উদ্ধার লাশ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র ফেরত আকবর হোসেন বাবুলের। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দেখে লাশ শনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম।


এ ঘটনায় কুমিল্লা লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।


এতে ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। অভিযুক্তদের মধ্যে তাজুল ইসলাম রুবেল ছাড়া বাকি চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us