ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নিউ মার্কেট এলাকায় অবস্থিত গাউছিয়া মার্কেট পরিদর্শন করে বেশকিছু ঝুঁকির কথা বলছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস, ডিজিএফআই ও এনএসআই কর্মকর্তাদের একটি দল গাউছিয়া মার্কেট পরিদর্শনে যান। এরপর দোকান মালিক সমিতির অফিসে বসে মার্কেট সম্পর্কে খুঁটিনাটি তথ্য পূরণ করে গোটা মার্কেট ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, “এই মার্কেটের ছয়টি সিঁড়ি রয়েছে, কিন্তু সিঁড়িগুলো উন্মুক্ত নয়। ইলেকট্রিসিটির তার যেখানে-সেখানে ঝুলে রয়েছে। এছাড়া মার্কেটটিতে স্বয়ংক্রিয় অগ্নি সংকেত ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছিল সেটি এখনও করা হয়নি।