প্রথম বলেই এসে মেরেছিলেন বাউন্ডারি। সাকিব আল হাসান আক্রমণাত্মক ছিলেন পুরো ইনিংসজুড়ে।
কিন্তু বল খেলেছেন মাটিতে, আগ্রাসী থাকলেও ভুল প্রায় করেনইনি। ৪৫ বলের হাফ সেঞ্চুরিতে বাউন্ডারি ছিল ৯টি, ছক্কা একটিও নয়। কিন্তু লাঞ্চের পর তাকে নিয়ে পরিকল্পনায় বদল আনে আয়ারল্যান্ড।
অফ স্টাম্পের বাইরে বল করে তারা সফলও হয়। ৯৪ বলে ৮৭ রান করে ম্যাকব্রাইনের অফ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন সাকিব। তার এমন আউট নিয়ে ম্যাচের পর কথা বলেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তিনি বলছেন, প্রতিপক্ষের পাতা ফাঁদে পা দিয়ে সাকিবই বেশি হতাশ।
তিনি বলছিলেন, ‘আউটটা কিছুটা হতাশাজনক ছিল তার জন্য। আমার মনে হয় বোলার টেকটিকসে বদল এনেছিল। অফ স্টাম্পের অনেক বাইরে বল করছিল আর তাকে এই শট খেলতে প্ররোচিত করেছে। আমার চেয়ে সাকিবই বেশি হতাশ। কিন্তু মুশফিক দারুণ ইনিংস খেলেছে আজ, সাকিব ও সে ছিল অসাধারণ। ’