আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা কারোরই নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি রয়েছে ১১তম স্থানে এবং লিভারপুল রয়েছে ৮ম স্থানে। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে প্রয়োজন অন্তত চতুর্থ স্থানে থাকা।
স্টামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে সুযোগ ছিলো দুই দলের একটির এগিয়ে যাওয়ার। লিভারপুল জিততে পারলে লিভারপুল উঠে আসতে পারতো অন্তত ৭ম স্থানে। আর চেলসি জিততে পারলে উঠে আসতে পারতো ১০ম স্থানে। কিন্তু কোনোটিই হলো না। দুই দলের কেউই জিততে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে এই হাইভোল্টেজ ম্যাচ। মাঠের খেলায়ও কেউ কারো চেয়ে পিছিয়ে ছিলো না।